Alternative V1 Custom Rom For Symphony W125
ইন্টারফেজ-::::
সিম্ফনি বা ওয়াল্টনের ফোনগুলোতে সাধারণত কাস্টমাইজড ইউ আই ব্যাবহার করা হয়।
কিন্তু আমার মত অনেকেই চান পিউর এন্ড্রয়েড ইউ আই ব্যাবহার করতে।
গুগলের নেক্সাস ডিভাইসগুলোতে যে ইউ আই ব্যাবহার করা হয় সেটিই হচ্ছে পিউর বা ভ্যানিলা এন্ড্রয়েড ইউ আই।
আর অল্টারনেটিভ রমটিতে ঠিক সেরকম ইউ আই ব্যাবহার করা হয়েছে।
অন্যান্য যে কাস্টম রম গুলো রয়েছে সেগুলর কোনটিতেই ভ্যানিলা ইউ আই নেই, তাই সবার আগে এই রমটিই আমার নজর কেড়েছে।
এপ্লিকেশন, রম সাইজ- সবচেয়ে ভাল বিষয় হল রমটির সাইজ গতানুগতিক অন্যান্য রম এর চেয়ে বেশ ছোট। ডাউনলোড শেষে রমটির সর্বমোট সাইজ ২৭২ মেগাবাইট।
এর কারন ও রয়েছে। অপ্রয়োজনীয় কোন এপ্লিকেশন রমটিতে প্রি ইন্সটল করা নেই। গুগলের প্রয়োজনীয় সব এপ্লিকেশন, মাল্টি মিডিয়া এপ্লিকেশন আর কিছু বেসিক এপ্লিকেশন বাদে এখানে আর কোন এপ্লিকেশন প্রি ইন্সটল করা নেই।
কাজেই স্টক রমের মত অপ্রয়োজনীয় এপ্লিকেশন রিমুভ করার ঝামেলা আপনাকে পোহাতে হবে না। এর সেটিং মেনুতেও বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।
স্টক রমের ডেভেলপার সেটিং এর ফিচারগুলো খুব সীমিত ছিল, কিন্তু এখানে বিস্তারিত ফিচারগুলো সবই রয়েছে।
আরেকটি ব্যাপার হল পুরো রমটিতে ''হলো'' ব্ল্যাক থিম ব্যাবহার করা হয়েছে। অর্থাৎ ডায়ালার, এস এম এস, কন্টাক্ট সবগুলোতে ব্ল্যাক থিম দেয়ায় রমটি বেশ আকর্ষণীয়।
রমটির ল্যাঙ্গুয়েজ হিসেবে রয়েছে ইংরেজি এবং রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। প্রি রুটেড থাকায় নতুন করে রুট করার কোন ঝামেলা এতে নেই।
কানেক্টিভিটি- ::
স্টক রমের মতই রমটিতে কানেক্টিভিটির সকম ফিচারগুলোই পুরোপুরি ফাংশনাল। ইউ এস বি, ওয়াই ফাই, ব্লুটুথ, মোবাইল ডাটা, ৩ জি সহ কোন ফিচারেই কোন প্রকার বাগ নেই।
মাল্টিমিডিয়া-:::
সবচেয়ে বড় ব্যাপারটি হল এর মাল্টিমিডিয়া ফিচার। স্টক রমের চেয়ে এর ভিডিও আউটপুট, অডিও আউটপুট অনেক অনেক বেশি উন্নত।
আমরা সবাই জানি স্টক রমটিতে অডিও আউটপুট খুব বেশি ভাল ছিল না এবং এর সাথেকার হেড ফোনটির মানও খুব বেশি একটা ভাল নয়।
এই রমটির মিউজিক মিউজিক লাভারদের ভাল লাগবে বলে আমার বিশ্বাস। ভিডিও আউটপুট এর ক্ষেত্রেও কিছুটা উন্নতি চোখে পড়েছে। ক্যামেরা ফাংশনে স্টক রম থেকে এখানে কোন পরিবর্তন নেই।
গেমিং-::
স্টক রমের মতই এর গেমিং পারফর্মেন্স। স্টক রমে যে গেম গুলো খেলা গেছে এর সবগুলোই ভালভাবে রমটিতে খেলা সম্ভব হয়েছে। অর্থাৎ গেমিং এর ক্ষেত্রে এর কোন বাগ নেই।
বাগ-::
রমটিতে এখন পর্যন্ত কোন বাগ চোখে পড়েনি। অর্থাৎ এটি ১০০ ভাগ বাগ ফ্রি রম।
স্ক্রিনশটের জন্য এখানে দেখুন-- click Here
রম ডাউনলোড লিঙ্ক- click Here
*********************************************************************************************************
::::::::::: Note :::::::::::::
Our Fb Rom Fan Page
www.facebook.com/customrombd
To know about verious apk apps Like our FB fan page :
www.facebook.com/allapkreview
Any Prblm Cmnt Box Is always open
........ tnx .......
Saturday, January 31, 2015
Alternative V1 Custom Rom For Symphony W125
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment